এক শীতের সন্ধ্যে তে অচেনা এক লোক এসে হাজির হয় তিন পল্লীর বাড়ি তে, এসেই হুকুম করা শুরু করে বনিক আর হরেনের ওপর। লোক টা তান্ত্রিক, কিন্তু এই নিঝুম গ্রাম তিন পল্লি তে এমন এক তান্ত্রিকের কি কাজ ? আর ক্যানই বা এই তিন পল্লি তে রাতের বেলা রাস্তায় কেউ বেরোয় না ! কোন আতঙ্ক বহন করছে এই এলাকার লোক বছরের পর বছর !! জানতে হলে দেখতে হবে " তিন পল্লীর শীতের সন্ধ্যে " ।
#bangla_cartoon #bhuter_golpo #bhuter_cartoon